স্পোর্টস ডেস্কঃ আগামী সেপ্টেম্বরে বিয়ে করতে যাচ্ছেন জেসন কেনি ও তার বাগদত্তা লরা ট্রট। তার পূর্বে রিও অলিম্পিকের সাইক্লিস্টে নিজেদের স্ব স্ব ইভেন্টে স্বর্ণ জিতে ব্রিটেনের হয়ে ইতিহাস গড়েছেন তারা। প্রথমে মেয়েদের সাইক্লিং অমনিয়ামে ট্রট ট্র্যাকে নেমে স্বর্ণপদক জিতেন ট্রট। এর ৯০ মিনিট পর পুরুষদের কিরিনে স্বর্ণ জেতেন কেনি। ব্রিটেনের হয়ে অলিম্পিক সাইক্লিংয়ে সবচেয়ে বেশি ৬টি স্বর্ণ জয়ের কীর্তি রয়েছে কেবল স্যার ক্রিস হয়ের। সেই রেকর্ড ভাঙতে না পারলেও রেকর্ডে ভাগ বসালেন কেনি। আজ বুধবার এই ইভেন্টে স্বর্ণ জয়ের মধ্য দিয়ে হয়ের ৬টি স্বর্ণজয়ের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।
অপরদিকে, বুধবার স্বর্ণ জয়ের মধ্য দিয়ে কেনির বাগদত্তা ট্রট ব্রিটেনের ইতিহাসে প্রথম নারী হিসেবে সাইক্লিংয়ে ৪টি স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান। দিনটা আসলে কেনি-ট্রট যুগলের জন্য অসাধারণই ছিল। একই দিনে স্বর্ণ জয়ের পাশাপাশি একই সঙ্গে ইতিহাসের পাতায় নাম লেখানো।