স্পোর্টস ডেস্কঃ আগামী ১৯শে আগস্ট অনুষ্ঠিতব্য প্রদর্শনী টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অংশ নিতে নরওয়ে যাননি তামিম ইকবাল। ‘শান্তির জন্য খেলা’- এই স্লোগানকে সামনে রেখে স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ের রাজধানী অসলোয় এই ম্যাচের অয়োজন করা হয়েছে।
এতে অংশ নেবেন বিশ্বসেরা ক্রিকেটাররা। সেখানে খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের। বিসিবির কাছ থেকে অনুমতিও পেয়েছিলেন তিনি। সেই অনুযায়ী তামিম ইকবালের গতকাল বুধবার দেশ ছাড়ার কথা ছিল।
তামিম ইকবাল জানিয়েছেন, নরওয়ে না যাওয়ার সিদ্ধান্তের পেছনে কিছু কারণ আছে। তার মধ্যে একটি বড় কারণ এই প্রদর্শনী ম্যাচের জন্য আয়োজকরা গতকালই আইসিসির অনুমোদন পেয়েছে মাত্র। আমি মনে করি এতে অনেক দেরি হয়ে গেছে। এছাড়াও এখন পর্যন্ত আমার সেখানে যাওয়া, ম্যাচ ফি, পেমেন্ট কোনটি নিশ্চিত করেননি আয়োজকরা।
এই বিষয়গুলো আমার জানা দরকার ছিল। উল্লেখ্য, পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, ভারতের ইউসুফ ও ইরফান পাঠান, শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়ার খেলার কথা রয়েছে নরওয়েতে প্রদর্শনী ওই ম্যাচে।