News71.com
 Sports
 23 Feb 16, 10:40 AM
 1191           
 0
 23 Feb 16, 10:40 AM

মুস্তাফিজ শুধু আমাকেই ভয় পায় : বাংলাদেশ অধিনায়ক মাশরাফি।।

মুস্তাফিজ শুধু আমাকেই ভয় পায় : বাংলাদেশ অধিনায়ক মাশরাফি।।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের বিপক্ষে খেলতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানেরই হিমশিম খেতে হয়। কেউ কেউ এমন কথাও বলেছেন, মুস্তাফিজকে খেলা খুবই কঠিন কাজ। বড় বড় ব্যাটসম্যান যখন এই বাঁহাতি পেসারকে খেলতে ভয় পান, সেখানে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলছেন উল্টো কথা।

মাশরাফির বিপক্ষে বল করতেই নাকি ভয় পান মুস্তাফিজ। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে অনেকটা হাসির ছলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মুস্তাফিজ আর কাউকে ভয় পাক আর না পাক, আমাকে সে ভয় পায়। মূলত আমার বিপক্ষে বল করতেই ভয় পেতে দেখেছি তাকে।’

অবশ্য মুস্তাফিজের বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ের প্রশংসা সব সময়ই করেন মাশরাফি। এ ব্যাপারে তিনি বলেন, ‘মুস্তাফিজ এমন একজন বোলার, তাকে যেকোনো ব্যাটসম্যানের পক্ষে খেলা কঠিন কাজ। তার বোলিংয়ে এতটাই বৈচিত্র্য, বিশ্বের খুব কম বোলারের মধ্যে আমি তা দেখেছি। সে বাংলাদেশ দলের জন্য একটা সম্পদ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন