News71.com
 Sports
 21 Aug 16, 01:08 PM
 694           
 0
 21 Aug 16, 01:08 PM

শ্বাস রুদ্ধকার ম্যাচে রিও অলিম্পিকে স্বাগতিক ব্রাজিলকে স্বর্ণ এনে দিলেন নেইমার...

শ্বাস রুদ্ধকার ম্যাচে রিও অলিম্পিকে স্বাগতিক ব্রাজিলকে স্বর্ণ এনে দিলেন নেইমার...

স্পোর্টস ডেস্ক: রিও অলিম্পিকে পুরুষ ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে স্বর্ণপদক জিতে নিল নেইমারের ব্রাজিল। বাংলাদেশ সময় গতকাল গভীর রাতে ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ফুটবলে পুরুষদের বিভাগে পেনাল্টিতে ৫-৪ গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা।

নেইমারের একমাত্র গোলে লিড ধরে রেখে বিরতিতে গিয়েছিল স্বাগতিক ব্রাজিল। তবে বিরতির পর ম্যাক্স মায়ের গোল শোধ করলে ম্যাচে ফেরে জার্মানি। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে । ম্যাচের শুরুতে দু’দলই নিজেদের গুছিয়ে রাখে। খেলার প্রথমার্ধে ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক করে জার্মানির গোল পোস্টে বল পাঠিয়ে দেন ব্রাজিল দলের অধিনায়ক নেইমার।

পরে খেলার দিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে দুর্দান্ত পাস দিয়ে গোল শোধ করেন জার্মানির ম্যাক্স মায়ের। খেলায় ফেরে তখন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল জার্মানি। তারপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়ে দু'দলই গোল শূন্য থাকে।

সব মিলিয়ে ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে অবশেষে পেনাল্টি শুটআউটে গড়ানো রিও অলিম্পিক ফাইনালে ৫-৪ ব্যবধানে স্বর্ণে জেতে ব্রাজিল। ২বছর আগে জার্মানির কাছেই ৭-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল।

সেটা অবশ্য বিশ্বকাপ ফুটবল ২০১৪ আসরের সেমি ফাইনালের কথা। মারকানা স্টেডিয়ামে নিজ দেশের মাঠে ৭৮ হাজার দর্শকের সামনে সেই প্রতিশোধ নেয়ার সুযোগ পেয়ে সদ্ব্যবহার করলো ব্রাজিল।

বার্সেলোনার তারকা খেলোয়াড় নেইমার অবশ্য ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারেননি ইনজুরির কারণে। এর আগে ৮৪, ৮৮ এবং ২০১২ সালে অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠলেও, সোনার দেখা মেলেনি ব্রাজিলের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন