স্পোর্টস ডেস্কঃ রিও অলিম্পিক থেকে দেশকে একটি রুপা এনে দিয়েছেন ম্যারাথান দৌড়বিদ ফেইজা লিলেসা। কিন্তু অন্যদের সাথে ব্রাজিল থেকে দেশ ইথিওপিয়ায় ফিরতে পারলেন না। তাকে আশ্বস্ত করা হয়েছিল যে কোনো শাস্তি পেতে হবে না। কিন্তু ভয় পাচ্ছেন ফেইজা। কারণ, রিওতে দৌড় শেষে দেশের রাজনৈতিক অস্থিরতার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন দুই হাত ক্রস করে।
গত সোমবার ইথিওপিয়ার অ্যাথলেটরা আদ্দিস আবাবা বিমানবন্দরে পৌঁছলেন। ইথিওপিয়ার অলিম্পিক দলের সবাই নামলেন। কিন্তু তাদের সাথে ফেরেননি ফেইজা। ২৬ বছরের দৌড়বিদ রয়ে গেছেন ব্রাজিলে। ইথিওপিয়ার কর্মকর্তারা তাদের অ্যাথলেটদের অর্জনের জন্য অভিনন্দন জানালেন। সবার নাম উল্লেখ করলেন তারা শুধু ফেইজা ছাড়া। এবারের অলিম্পিকে ইথিওপিয়ার জেতা আট পদকের একটি ফেইজার। তাকে নিয়ে কোনো প্রশ্নের উত্তরও দেননি কর্মকর্তারা।
অলিম্পিকের শেষ দিনে সরকার বিরোধী প্রতিকি প্রতিবাদ ছিল ফেইজার। তারপর সাংবাদিকদের বলেছিলেন, দেশে ফিরতে ভয় পাচ্ছেন। কিন্তু ইথিওপিয়ান সরকার থেকে তাকে আশ্বস্ত করা হয়। যদিও বিষয়টি নিয়ে দেশটি শীতল। শোনা যাচ্ছে ফেইজা মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন। ফেইজার এজেন্টও জানিয়েছেন, ফেইজার আসলে দেশে ফেরার আর উপায় নেই। তাহলে কি করবেন অলিম্পিয়ান? এজেন্ট জানালেন, এখন তার সাথে যোগাযোগ নেই ফেইজার।