News71.com
 Sports
 24 Aug 16, 05:24 PM
 691           
 0
 24 Aug 16, 05:24 PM

নেইমারের চুলও এখন মেসির মতো!

নেইমারের চুলও এখন মেসির মতো!

স্পোর্টস ডেস্কঃ সেই অল্প বয়স থেকে আলোড়ন তোলা ফুটবলার নেইমার। আর বরাবর তার চুলের স্টাইল বদলায়। একেক সময় একেক রকম। ডেভিড বেকহ্যামের চুলের কথা অনেকের মনে পড়ে যায় তাতে। এবার অবশ্য বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসির পথে হাটলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। প্রথমবারের মতো দেশকে অলিম্পিক ফুটবলে সোনা জিতিয়ে উদযাপন উপলক্ষ্যে মেসির মতো চুলের রং করে ফেলেছেন নেইমার।


ব্লিচ করা চুল। এই রং আর্জেন্টাইন সুপারস্টার মেসি করিয়েছেন কোপা আমেরিকার পর ছুটি কাটিয়ে ফেরার আগে। ২৪ বছরের নেইমারের সাথে তার ব্রাজিল দলের সতীর্থ রাফিনহাও একই রং করেছেন। হালে বিশ্ব ফুটবলে বেশ চলছে এই স্টাইল। অবশ্য এই প্রথম না, নেইমার আগেও তার চুলে এই রং করিয়েছেন। তবে হেয়ারস্টাইলটা বদলেছে। মাত্র ৫ পেরিয়ে ৬ এ পা রাখা নেইমারের ছেলে ডাভিরও চুলের রং প্রায় এক। এখন বাবা-ছেলের মধ্যে ম্যাচ করেছে দারুণ। বাঁ বাহুতে 'রিও ২০১৬' উল্কিও আঁকিয়েছেন নেইমার। সাথে আছে অলিম্পিকের ৫ রিংয়ের লোগো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন