News71.com
 Sports
 25 Aug 16, 12:33 PM
 617           
 0
 25 Aug 16, 12:33 PM

সাউদাম্পটনে বৃষ্টি ।। সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের হার

সাউদাম্পটনে বৃষ্টি ।। সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের হার

স্পোর্টস ডেস্কঃ সাউদাম্পটনে বৃষ্টি দিল হানা। পাকিস্তান তাদের অধিনায়ক আজহার আলির ৮২ রানে একেবারে মন্দ স্কোর পায়নি। কিন্তু খেলাটা পুরোপুরি হলেও বুঝি রক্ষা পেত না পাকিস্তান। ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান জ্যাসন রয় ধারাবাহিক। দ্রুত ৬৫ রান করেছেন। ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৪ রানের জয়ে এগিয়ে গেল ইংল্যান্ড।

গতকাল বুধবার আগে ব্যাট করে ৬ উইকেটে ২৬০ রান তোলে পাকিস্তান। জয়ের প্রাথমিক লক্ষ্যে ৫৬ বলে চমৎকার ইনিংস খেলেন রয়। বৃষ্টির কারণে টার্গেট ২৫২ রানে নামে। তৃতীয়বার বৃষ্টির কারণে বাধা পড়লে আর খেলা হয়নি। তখন ৩ উইকেটে ১৯৪ রান ইংল্যান্ডের। ডাকওয়ার্থ-লুইস বৃষ্টি আইনে পার স্কোর ১৪৯। তাতে ১-০ তে লিড ইংলিশদের। অধিনায়ক এউইন মরগ্যান ৩৩ ও বেন স্টোকস ১৫ রানের অপরাজিত। ৭২ বলে ৬১ রান আরেক ধারাবাহিক ব্যাটসম্যান জো রুটের। রয় ও রুট দ্বিতীয় উইকেটে ১৪ ওভারে ৮৯ রান তুলেই ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন।

২৬ বছরের রয় পাকিস্তানি পেসার উমর গুলের চার বলে তিন বাউন্ডারি মেরে দিয়েছিলেন। কিন্তু ২০ রানের সময় মাথা ঝিমঝিম করতে শুরু করে। বেশ কয়েক মিনিট খেলতে পারেননি। মাথাব্যথা ও ঝিমঝিম ভাব কাটিয়ে ঝড় তুলেছেন পরে।

টেস্টে সিরিজে মোহাম্মদ আমিরের ৫টি ক্যাচ ড্রপ হয়েছিল। তার খারাপ ভাগ্যও ধারাবাহিক! ২৪ রানে রয় লাইফ পেলেন। সরফরাজ আহমেদ ক্যাচ নিতে পারেননি। মাত্রই টেস্ট র্যাংলকিংয়ের শীর্ষ ওঠা পাকিস্তানের জন্য এমন ফিল্ডিং ভীতিকরই বটে।

আইসিসির ওয়ানডে র্যাং কিংয়ে তারা কিন্তু ৯ নম্বর! সরফরাজ ওই ক্যাচ মিস করলেও ম্যাচে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ রান তার। করেছেন ৫৫ রান। ৪০ রান এসেছে বাবর আজমের ব্যাট থেকে। আর সবাই দুই অংকে গেলেও কেউ ১৭ এর বেশি রান করতে পারেননি। তাই খুব বড় হয়নি পাকিস্তানের স্কোর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন