News71.com
 Sports
 26 Aug 16, 12:50 PM
 683           
 0
 26 Aug 16, 12:50 PM

অবসরের ঘোষণা দিলেন ফুটবলার রোনালদো

অবসরের ঘোষণা দিলেন ফুটবলার রোনালদো

 

স্পোর্টস ডেস্ক: ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারে ভূষিত হয়েছেন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন এবং রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিয়ে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার নিজের করে নিলেন সিআর সেভেন। গতকাল বৃহস্পতিবার রাতে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

আর এরইমধ্যে বলেদিলেন ৪১ বছর বয়সে তিনি অবসরে যাওয়ার চিন্তা করছেন আর সেটি বর্তমান ক্লাব রিয়াদ মাদ্রিদে থেকেই। বর্তমানে রোনালদোর বয়স ৩১ চলছে। তার মানে হয় আরও ১০ বছর মাঠে থাকার ইচ্ছা।

রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেনতিনো পেরেজও সম্প্রতিক সময়ে বলেছেন, রোনালদো রিয়ালেই তার ক্যারিয়ার শেষ করবেন।

রোনালদোও সেই কথাই জানালেন। বললেন, 'হ্যাঁ, আমিও ওটাই চাই। আমি বিশ্বের সবচেয়ে সেরা ক্লাবে রয়েছি, এখানে থেকেই অবসরে যেতে চাই, ৪১ বছর বয়সে।' আর'রিয়ালে থাকতে চুক্তির মেয়াদ আমি আরও বাড়াতে যাচ্ছি।'

২০১৪ সালে ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারে ভূষিত হয়েছিলেন সিআর সেভেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন