স্পোর্টস ডেস্কঃ ইচ্ছে ছিলো আর্সেনালের কোচিং স্টাফে যোগ দেবেন। সেই ইচ্ছে এখনো পুরোপুরি পূরণ না হলেও বেলজিয়ামের জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিলেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। গত জুনে স্কাই স্পোর্টসের সঙ্গে চুক্তির কারণে আর্সেনালের অনূর্ধ্ব-১৮ দলের কোচের পদ থেকে সরে যেতে বাধ্য হন অঁরি। যুবাদের দলের হাল ছেড়ে দিলেও আর্সেনাল মূল দলের কোচ হওয়ার স্বপ্ন ছিল তার। তবে, গানারদের মূল দলে সুযোগ না পেলেও লুকাকু, থমাস ভারমায়েলেন, কেভিন ডি ব্রুইন, ফেল্লাইনি, ক্যারাসকো, এডেন হ্যাজার্ডদের সহকারী কোচ হচ্ছেন তিনি।
২০ বছরের পেশাদার ক্যারিয়ারে জুভেন্টাস, মোনাকো, আর্সেনাল, বার্সেলোনার মতো ক্লাবে খেলেছেন অঁরি। তবে ইতিহাস তাঁকে মনে রাখবে ‘আর্সেনালের অঁরি’ হিসেবেই।
ইংলিশ এই ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১৭৫টি) তিনি। তবে, চ্যাম্পিয়নস লিগটা অধরাই হয়ে ছিল আর্সেনালে। সেই অতৃপ্তি মিটিয়েছেন বার্সেলোনায় যোগ দিয়ে। এক মৌসুমে কাতালানদের হয়ে খেলে ছয়টি শিরোপা জিতেছিলেন তিনি।
ফ্রান্সের জার্সি গায়ে অঁরি বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি, ১২৩ ম্যাচে করেছেন ৫১ গোল।
চলতি বছরের শুরুতে উয়েফার ‘এ’ শ্রেণির কোচিং লাইসেন্স পান অঁরি। এবার কাজ করবেন বিশ্ব র্যাং কিংয়ের দ্বিতীয় দল বেলজিয়ামের প্রধান কোচ রবার্তো মার্টিনেজের সঙ্গে।