স্পোর্টস ডেস্কঃ মূল ইংল্যান্ড দল নিয়ে বাংলাদেশে সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান অ্যান্ড্রু স্ট্রাউস। তিনি জানান, এখনও বাংলাদেশ সফরের বিষয়ে প্রত্যেক খেলোয়াড়ের সিদ্ধান্ত নেয়া হয়নি। কিন্তু আমি আশাবাদী, ইংল্যান্ডের সব খেলোয়াড় এই সফরে আসতে রাজি হবে।
অবশ্য সেই সঙ্গে খেলোয়াড়দের স্বাধীনতা রয়েছে বলেও জানান তিনি। ইসিবি প্রধান বলেন, আমি মনে করছি আমাদের সব খেলোয়াড় আসতে রাজি হবে। কিন্তু কারো যদি ভিন্ন কোন ইচ্ছা থাকে, তাহলে তার জন্যও দরজা খোলা আছে।
তিনি আরো বলেন, রেজ ডিকসনের সিদ্ধান্তের সঙ্গে আমি শতভাগ একমত। বাংলাদেশ সফরে কোন ঝুঁকি আছে বলেও আমরা মনে করছি না। কিন্তু তারপরও খেলোয়াড়দের জোর করে কোথাও পাঠাতে চাই না আমরা। আর খেলোয়াড়দের সঙ্গে সরাসরি বিষয়টি নিয়ে আলোচনা না হলেও, আমার ধারণা তারা সবাই একটি দল হিসেবে বাংলাদেশ সফরে আগ্রহী হবে।