News71.com
 Sports
 27 Aug 16, 09:55 PM
 693           
 0
 27 Aug 16, 09:55 PM

ইয়েস কার্ড পেলেন লালমনিরহাটের ২০ সাঁতারু।।

ইয়েস কার্ড পেলেন লালমনিরহাটের ২০ সাঁতারু।।

 

নিউজ ডেস্কঃ সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’র প্রথম বাছাই পর্বে লালমনিরহাটে ইয়েস কার্ড পেয়েছে ২০ প্রতিযোগী।

আজ সকালে বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রত্নাই ক্যান্টিন সংলগ্ন পুকুরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যেগে জেলাভিত্তিক সাঁতারু বাছাইয়ের ৪৫তম পর্যায়ে লালমনিরহাটের ৫টি উপজেলার ৩৩৯ জন রেজিস্ট্রেশনের মাধ্যমে ৪টি বিভাগের প্রতিযোগিতায় অংশ নেন।

এদের মধ্যে ৩২৯ জন ছেলে ও ১০ মেয়ে প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতা শেষে ১৭ জন ছেলে ও ৩ জন মেয়ে ইয়েস কার্ড অর্জন করে।

ইয়েস কার্ডধারীদের ঢাকায় নিয়ে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের তত্ত্বাবধানে প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতার মাধ্যমে দেশসেরা সাঁতারু নির্বাচন করা হবে।

সাঁতারু বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাঁতারু নির্বাচনী দলনেতা কমান্ডার এসএম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এস নাঈমুল হক, লে. কমান্ডার এম নাহিদ হাসান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, জাতীয় কোচ দক্ষিণ কোরিয়ার মিস্টার তেগুন পার্ক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেলিন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন