News71.com
 Sports
 28 Aug 16, 06:15 PM
 743           
 0
 28 Aug 16, 06:15 PM

আয়ারল্যান্ড সফরে অনিশ্চিত সালমা খাতুন।।

আয়ারল্যান্ড সফরে অনিশ্চিত সালমা খাতুন।।

স্পোর্টস ডেস্কঃ ইনজুরিতে পড়েছেন নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক সালমা খাতুন। অনুশীলনে ডান হাতে চোঁট পাওয়ায় আয়ারল্যান্ড সফর অনিশ্চিত এ অলরাউন্ডারের। জানা যায়, আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে নাও দেখা যেতে পারে সালমাকে।

ইনজুরি সারাতে বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরীর শরণাপন্ন হয়েছেন সালমা। তার ডান হাতে ইনজেকশন পুশ করা হচ্ছে। আগামী সোমবার (২৯ আগস্ট) আরেকটি ইনজেকশন দেওয়ার পর বোঝা যাবে এ ক্রিকেটারের মাঠে ফিরতে কতদিন লাগবে।

নারী দলের আয়ারল্যান্ড সফর আগামী সপ্তাহেই। দুটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলতে ২ সেপ্টেম্বর নদার্ন আয়ার‌ল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা টাইগ্রেসদের।

শুরুতে টি-টোয়েন্টি সিরিজে আইরিশ মেয়েদের মুখোমুখি হবে জাহানারা আলমের দল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি ৫ ও ৬ সেপ্টেম্বর। একদিন বিরতি দিয়ে ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে। ১০ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে আয়ারল্যান্ড ট্যুর।

উল্লেখ্য, দু-একদিনের মধ্যেই ঘোষণা করা হবে নারী দলের চূড়ান্ত স্কোয়াড। প্রধান নির্বাচক হিসেবে প্রথমবারের মতো নারী দলের সঙ্গে কাজ করছেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান। প্রধান কোচের দায়িত্বে আছেন সারোয়ার ইমরান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন