News71.com
 Sports
 29 Aug 16, 12:38 PM
 623           
 0
 29 Aug 16, 12:38 PM

বৃষ্টিতে ম্যাচ পণ্ড ।। সিরিজ হারল ভারত

বৃষ্টিতে ম্যাচ পণ্ড ।। সিরিজ হারল ভারত

স্পোর্টস ডেস্কঃ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি নাটকীয়ভাবে জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় এবং শেষ ম্যাচে ভারতের সুযোগ ছিল সিরিজে সমতা আনার। কিন্তু ভাগ্য এবারও টিম ইন্ডিয়ার সহায় হলো না। বৃষ্টির কারণে ৪০ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হওয়ায় ১-০ ব্যবধান সিরিজ হারল ভারত।


রবিবার ফ্লোরিডার সেন্ট্রাল ব্রনওয়ার্ড রিজিওন্যাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে শুরু থেকেই অবশ্য ক্যারিবীয়দের চাপে রেখেছিল ভারতীয় বোলাররা। প্রথম ম্যাচে রানবন্যা বইয়ে দিলেও শেষ ম্যাচে বিশেষ সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে ১৪৩ রানে অলআউট হয়ে যায় টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা। ২৫ বলে ৫টি চার আর দুটি ছক্কায় ৪৩ রান করা জনসন চার্লসই ক্যারিবীয়দের সেরা স্কোরার। অমিত মিশ্র ৪ ওভারে ২৪ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। বুমরাহ, অশ্বিন এবং শামি দুটি করে উইকেট নেন।


জবাবে ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান করে ভারত। রোহিত শর্মা ১০ ও অজিঙ্কা রাহানে ৪ রানে অপরাজিত থাকেন। এরপর শুরু হয় বৃষ্টি। আর মাত্র তিনি ওভার খেলা হলেই ফলাফল নির্ধারিত হতে পারত। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারতের দরকার ছিল ২৭। কিন্তু মাঠ শুকানোর উপযুক্ত ব্যবস্থা না থাকায় মাঠ খেলা শুরুর উপযোগী করা সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন