স্পোর্টস ডেস্কঃ শুরুতেই বড় প্রতিপক্ষ ইরানকে হারানোয় আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। তার ওপর নিজেদের মাঠে খেলা। তাই বলে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় খেলার বিপক্ষ সিঙ্গাপুরকে খাটো করে দেখছে না স্বাগতিক মেয়েরা।
বাংলাদেশ ও সিঙ্গাপুরের এ খেলাটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার সন্ধ্যা ৬টায় শুরু হবে। তার আগে মাঠে নামবে ইরান ও কিরগজিস্তান এবং চাইনিজ তাইপে ও আরব আমিরাত।
গত শনিবার ইরানের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে কোচ গোলাম রব্বানি ছোটনের দল। তিনি অবশ্য তার শিষ্যদের পা মাটিতে রাখতে ও সব প্রতিপক্ষকে সমীহের চোখে দেখতে বলেছেন।
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই থেকে গ্রুপ চ্যাম্পিয়নরাই পাবে আগামি বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে খেলার সুযোগ। শক্তিশালী ইরানকে হারিয়ে সেই লক্ষ্যে একটা বড় ধাপ পেরিয়েছে বাংলাদেশ। তারপরও কোচ রব্বানী জানান তিনি সবাইকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই নিচ্ছেন। সে কারণে ইরানের চাইতে কিছু কম শক্তিশালী হলেও সিঙ্গাপুরের বিপক্ষেও শতভাগ দেয়ার কথা জানান। তিনি উদ্ধোধনী দিনে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সিঙ্গাপুরের খেলাটি দেখার কথা জানিয়ে বলেন,‘তাদের কিছু সম্ভাবনাময় খেলোয়াড় আছে।’
আসন্ন লড়াইয়ের ব্যাপারে তিনি বলেন, ‘ইরানের বিপক্ষে জেতার পর মেয়েদের শান্ত থাকতে বলেছি। অনেক লম্বা পথ। আমরা মাত্র একটা ম্যাচ জিতেছি। এখনও চারটি ম্যাচ আছে। তো আমি ম্যাচ বাই ম্যাচ হিসেব করে এগুতে চাই। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরকে হারানোর পরই বলতে পারব-আমি জিতেছি।’
এদিকে, অধিনায়ক কৃষ্ণা রানী সরকারও কোচের মতোই ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পক্ষে মত দেন। এমনকি গ্রুপের সবচাইতে শক্তিশালী দল চাইনিজ তাইপের ব্যাপারেও এখনই ভাবতে নারাজ। তিনি বলেন,“আমরা ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই। চাইনিজ তাইপে নিয়ে এখনই ভাবছি না। কালকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়েই এখন আমাদের সব চিন্তা।’
ইরানের জালে গোল পাওয়া তহুরা খাতুন সিঙ্গাপুরের বিপক্ষেও একই পারফরম্যান্স করার জন্য প্রত্যয়ী। ‘মাঠে নামলে প্রতিপক্ষ কে ভাবি না, শুধু গোল করাই আমার লক্ষ্য। ইরানের বিপক্ষে খেলেছি না কার সঙ্গে খেলেছি সেটা মাথায় ছিল না। এ কারনেই গোল পেয়েছি। সিঙ্গাপুরের বিপক্ষেও একই মনোভাব নিয়ে খেলব।’
ফরোয়ার্ড সানজিদা খাতুন বলেন,‘ইরানের বিপক্ষে মোটেও চাপ অনুভব করিনি। ওই ম্যাচে প্রথমার্ধে গোল পাইনি শুধু তাড়াহুড়োর কারণে। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল। সিঙ্গাপুর ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’
ড্র দিয়ে শুরু করা সিঙ্গাপুরের কোচ চেন কাই ইং মনে করেন বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ। তিনি বলেন, ‘বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। তারা ভালো খেলে। তাদের খেলা দেখেছি। আমরা তাদের বিপক্ষে ডিফেন্সিভ খেলব।’
সিঙ্গাপুর কোচ বাংলাদেশের মার্জিয়া, মারিয়া মান্ডা, কৃষ্ণাদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘মার্জিয়া, মারিয়া, কৃষ্ণা বিপজ্জনক খেলোয়াড়। ওরা যে কোনো সময় ম্যাচের গতি পরিবর্তন করে দিতে পারে। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলব। ড্র করতে পারলেই আমরা খুশি হব।’