স্পোর্টস ডেস্ক : আগামী মাসে ভারতে অনুষ্ঠিত টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ভারতের আয়োজনে বিশ্বকাপে খেলার জন্য নিজ দেশের সরকারের কাছ থেকে অনুমতি পেল তারা।
ভারতে খেলতে যাওয়ার সবুজ সংকেত পাওয়ার পর পাকিস্তান সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি বলেন, 'ভারতে খেলতে যাওয়ার অনুমতি দেওয়াই আমি পাকিস্তান সরকারের কাছে কৃতজ্ঞ। তবে আইসিসির কাছে আমাদের খেলোয়াড় ও সমর্থকদের সর্বোচ্চ নিরাপত্তা আশা করবো।'
রাজনৈতিক সমস্যার কারনে মাঠের বাইরে বেশ কিছুদিন যাবৎ সমস্যা চলছে ভারত ও পাকিস্তান সরকারের মধ্যে। তাই আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতে খেলতে আসাটা অনিশ্চিত ছিলো পাকিস্তান ক্রিকেট দলের । অবশেষে সেই অনিশ্চিয়তা কেটে গেছে। ভারতের খেলতে যাওয়ার জন্য ছাড়পত্র দিয়েছে পাকিস্তান সরকার।
উল্লেখ্য আগামী ৮ মার্চ থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর। আসন্ন টুর্নামেন্টে সুপার টেন পর্বের দুই নম্বর গ্রুপে খেলবে পাকিস্তান। কোলকাতার ইডেন গার্ডেনে আগামী ১৬ মার্চ প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান।