স্পোর্টস ডেস্কঃ রাজনৈতিক ইস্যুকে পাশ কাটিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের উপর বিশ্বাস রেখে ইংলিশ ক্রিকেটারদের বাংলাদেশে আসতে পরামর্শ দিয়েছেন মাইকেল ভন। নিরাপত্তা বিশেষজ্ঞ রেগ ডিক্যাসন ও তার দলের দেওয়া প্রতিবেদনের উপর নির্ভর করে বাংলাদেশ সফরে আসার কথা জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
তারপরও এই সিরিজে সব ইংলিশ ক্রিকেটারকে পাওয়া নাও যেতে পারে জানান দেশটির পেশাদার ক্রিকেটার অ্যাসোসিয়েশনের প্রধান ডেভিড লেথারডেল। কারণটা নিরাপত্তা শঙ্কা।
কিন্তু নিরাপত্তা বিশেষজ্ঞদের উপর বিশ্বাস রাখার পক্ষে মাইকেল ভন। তিনি বলেন, বাংলাদেশ সফর নিয়ে ইংল্যান্ডের ক্রিকেটাররা কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু তাদের সবার উচিত নিরাপত্তা বিশেষজ্ঞদের উপর বিশ্বাস রেখে বাংলাদেশে যাওয়া। তাছাড়া সেখানকার নিরাপত্তার বিষয়ে ক্রিকেটারদের সবকিছু জানানো হয়েছে। রাষ্ট্রপতির সমমানের নিরাপত্তা ব্যবস্থা তাদের দেওয়া হবে। সশস্ত্র নিরাপত্তারক্ষীও সবসময় থাকবে।
সাবেক ইংলিশ অধিনায়ক আরো বলেন, খেলোয়াড়রা সুরক্ষিত থাকবে, আমিও তার সঙ্গে একমত। ইংল্যান্ডের হয়ে খেলার সময় এক মুহুর্তের জন্যও কোথাও সফর করাকে ঝুঁকি হিসেবে দেখিনি আমি। তোমরা (ক্রিকেটার) নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে, কারণ তোমাদের চারপাশের মানুষ এটাকে বড় ইস্যু হিসেবে দেখাচ্ছে।
গত জুলাইয়ে গুলশানের হলি আর্টিজানে জঙ্গী হামলার পর সেপ্টেম্বরে দুই টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ডের বাংলাদেশ সফর ঝুঁকির মুখে পড়ে। পরবর্তীতে ডিক্যাসনের নেতৃত্বে বাংলাদেশের অবস্থা পরিদর্শনে আসে তিন সদস্যের নিরাপত্তা পরিদর্শক দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা পরিকল্পনা সন্তুষ্ট করেছে তাদের। সেপ্টেরম্বরের ৩০ তারিখে ঢাকা পৌঁছানোর কথা ইংল্যান্ড ক্রিকেট দলের।