News71.com
 Sports
 31 Aug 16, 11:08 AM
 691           
 0
 31 Aug 16, 11:08 AM

ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের রেকর্ড ।।  

ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের রেকর্ড ।।       

 

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড এখন ইংল্যান্ডের। পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৪৪৪ করে শ্রীলঙ্কাকে টপকে গেল দলটি। ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ঐ রেকর্ড গড়েছিল শ্রীলঙ্কা। এছাড়াও জস বাটলার ইংল্যান্ডের হয়ে দ্রুততম অর্ধশতক করেছেন মাত্র ২২ বল খেলে।

অবশ্য ইংল্যান্ড যে এরকম রেকর্ড গড়বে সেটি প্রথম দিকটাতে বোঝা যায়নি। ২০ ওভার শেষে ইংল্যান্ডের রান ছিল ১২৩। প্রথম অর্ধশতক করতে হেলস খেলেন ৫৫ বল। এরপরই ঝড় ওঠে হেলসের ব্যাটে। ৮৩ বলে সেঞ্চুরি করেন তিনি। ১২২ বলে ১৭১ করে আউট হন হেলস। ইংল্যান্ডের হয়ে আগের ব্যক্তিগত সর্বোচ্চ রবিন স্মিথের ১৬৭ রানকে ছাড়িয়েছেন তিনি। চারটি ছক্কার পাশে মেরেছেন ২২টি বাউন্ডারি। যেটিও ইংল্যান্ডের রেকর্ড। আগের রেকর্ড ছিল স্ট্রাউসের ১৯ বাউন্ডারি।

ওপেনার জেসন রয় ১৫ রানে আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে জো রুটের সঙ্গে হেলসের জুটি ২৪৮ রানের। ৮৬ বলে ৮৫ করে আউট হন রুট। এই দুজন বিদায় নিলেও থামেনি ঝড়। জস বাটলার ও ওয়েন মর্গ্যান বরং ব্যাট হাতে তোলেন টর্নেডো। মাত্র ২২ বলে ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে দ্রুততম অর্ধশতক করেন বাটলার। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে রান এসেছে ৭২ বলে ১৬১। শেষ ১০ ওভারে ইংল্যান্ড তুলেছে ১৩৫ রান। 

কিন্তু ইংল্যান্ডের এই রানের পাহাড়ের বিপরীতে পাকিস্তান ৪২ ওভার ৪ বলে অলআউট হয়েছে ২৭৫ রানে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুইটিতেও জয় পেয়েছে ইংল্যান্ড। রেকর্ডময় তৃতীয় ওয়ানডেতে জয় পেয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে নিল স্বাগতিকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন