News71.com
 Sports
 31 Aug 16, 11:22 AM
 704           
 0
 31 Aug 16, 11:22 AM

১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন ১০০ বছরের এক ভারতীয় বৃদ্ধা!

১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন ১০০ বছরের এক ভারতীয় বৃদ্ধা!

 

স্পোর্টস ডেস্ক: রিও অলিম্পিক থেকে কোন সোনা জিততে পারেনি ভারত। কিন্তু অলিম্পিক শেষ হতেই এল খুশির একটি খবর। ভারতকে সোনা এনে দিলেন এক বৃদ্ধা!

ভারতের চণ্ডীগড়ের মন কউর। ১০০ বছর বয়সেও তিনি দৌড়ে অবাক করে দিলেন সবাইকে। সোনা জিতলেন আমেরিকার মাস্টার্স গেমস-এ। আর এই বয়সেও যে এমন  দৌড়াতে পারেন তা বিশ্বাসই করা যায়না। কিন্তু এটা শুধু বয়স্কদের দৌড় প্রতিযোগিতা ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন