News71.com
 Sports
 31 Aug 16, 11:28 PM
 696           
 0
 31 Aug 16, 11:28 PM

চলে গেলেন কাসলাভস্কা ।।

চলে গেলেন কাসলাভস্কা ।।

স্পোর্টস ডেস্কঃ ক্যান্সারের সঙ্গে লড়ে ৭৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন চেক প্রজাতন্ত্রের কিংবদন্তি জিমন্যাস্ট ভেরা কাসলাভস্কা। ১৯৬০ থেকে ১৯৬৮ অলিম্পিক আসরে মোট সাতটি স্বর্ণ ও চারটি রৌপ্যপদক জিতেছিলেন তিনি।

এক অলিম্পিকে আসরে একটি খেলায় চারটি স্বর্ণ জেতা পাঁচজন অলিম্পিয়ানের একজন তিনি। জীবদ্দশায় খেলার বাইরে সোভিয়েত রাশিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে কর্তৃপক্ষের বারবার রোষানলে পড়েছেন এই কিংবদন্তি। জিমন্যাস্টিকস থেকে অবসরের পর চেক অলিম্পিক কমিটির সভাপতি হয়েছিলেন কাসলাভস্কা। ‘ফেয়ার প্লে’ বিকাশে অবদান রাখার জন্য ১৯৮৯ সালে পিয়েরে ডি কুবার্তিন পুরস্কার জিতেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন