News71.com
 Sports
 04 Sep 16, 11:00 PM
 993           
 0
 04 Sep 16, 11:00 PM

ওয়াকারের সেরা একাদশে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ।।

ওয়াকারের সেরা একাদশে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ।।

 

স্পোর্টস ডেস্কঃ বর্তমান যুগে নিজের সেরা ওয়ানডে দলের তালিকা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস। তার পছন্দের দলে রয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই দলের নেতৃত্বে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ।

ওয়াকারের পছন্দের দলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ৩জন, ভারতের ২জন, বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার একজন করে খেলোয়াড় সুযোগ পেয়েছেন ।

ওয়াকারের পছন্দের ১২ দলের স্কোয়াড : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অধিনায়ক, অস্ট্রেলিয়া), জশ বাটলার (ইংল্যান্ড), মঈন আলী (ইংল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), মোহাম্মদ আমির (পাকিস্তান), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ও মার্টিন গাপটিল (ইংল্যান্ড, দ্বাদশ খেলোয়াড়) ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন