News71.com
 Sports
 05 Sep 16, 03:08 PM
 691           
 0
 05 Sep 16, 03:08 PM

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে জর্ডানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহিলা এশিয়া কাপ ফুটবল ।।

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে জর্ডানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহিলা এশিয়া কাপ ফুটবল ।।

স্পোর্টস ডেস্কঃ এশিয়ান পর্যায়ে মহিলা ফুটবলে শীর্ষ সারির কোন টুর্নামেন্টের আয়োজক হিসেবে ইতিহাস রচনা করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। ২০১৮ মহিলা এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট এখানেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর মহিলা কমিটি।

এই কমিটির প্রধান মোয়া দোদ এই তথ্য নিশ্চিত করেছেন। তার মতে এই ধরনের সিদ্ধান্ত ‘ভৌগলিক মাইলফলক’ এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। চলতি মাসের শেষে জর্ডানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা মহিলা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ।

এএফসির এক বিবৃতিতে দোদ বলেছেন, এএফসি মহিলা এশিয়া কাপের ফাইনালের পরবর্তী আসর আয়োজনের যোগ্যতা জর্ডান ইতোমধ্যেই প্রমান করেছে। পশ্চিম জোনের একটি সদস্য দেশ হিসেবে প্রথমবারের মত এই ধরনের একটি টুর্নামেন্ট আয়োজন সত্যিই বিশেষ কিছু।

এই অঞ্চলে বড় টুর্নামেন্টে আয়োজনে আগামী কয়েক বছর আয়োজকদেরও বেশ ব্যস্ত সময় কাটাতে হবে। জর্ডানে মহিলা এশিয়া কাপ ছাড়াও ২০১৯ পুরুষ এশিয়ান কাপ সংযুক্ত আরব আমিরাতে ও ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন