স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বোলিং কোচ হিসেবে যোগ দেয়া ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশকে কোচ হিসেবেও কিংবদন্তি বানাবেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের ফেসবুক পেজ থেকে ওয়ালশের সঙ্গে করমর্দনের ছবি প্রকাশ করেছেন তিনি।
বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিতে গত শনিবার রাতে ঢাকায় আসেন কোর্টনি ওয়ালশ। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। গত বৃহস্পতিবার বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসেবে ঘোষণা করা হয় ওয়ালশের নাম। টেস্ট ইতিহাসে ৫০০ উইকেট নেওয়া প্রথম বোলার এই প্রথমবার কোনো দলকে কোচিং করাতে যাচ্ছেন সিনিয়র পর্যায়ে।
এমন কিংবদন্তি একজন খেলোয়াড়কে কোচ হিসেবে পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার করা এক পোস্টে মাশরাফি বলেন, আমাদের সঙ্গে যোগ দেয়ায় স্যার কোর্টনি ওয়ালশকে ধন্যবাদ। আমরা চেষ্টা করবো আপনাকে আবারো (কোচ হিসেবে) কিংবদন্তিতে পরিণত করতে।