জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-৪।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, শুভাগত হোম, মুশফিকুর রহিম, নুরুল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে দল : হ্যামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্দা, পিটার মুর, শেন উইলিয়ামস, রিচমন্ড মুতুম্বানি, ম্যালকম ওয়ালার, তাউরাই মুজারাবানি, নেভিল মাদজিভা, ব্রায়ান ভেটরি, ওয়েলিংটন মাসাকাদজা, গ্রায়েম ক্রেমার