নিউজ ডেস্ক : আইপিএল স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত ২ ভারতীয় ক্রিকেটার অজিত চাণ্ডিলা ও হিকেন শাহ এবং আইসিসি আম্পায়ার আসাদ রউফের ভাগ্য-নির্ধারণ হবে আগামিকাল। সোমবার ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্হা বিসিসিআই-এর তিন সদস্যের জুরি বোর্ড তাদের সিদ্ধান্ত জানাবে। উল্লেখ্য ২০১৩ সালের আই পি এল চলাকালে এই দুই ক্রিকেটার ও আম্পায়ার স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে যায়। বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডের নোটিশে আনলে বোর্ড ৩ সদস্যের একটি জুরি প্যানেল তৈরি করে দেয়।পরে দীর্ঘ ২ বছর ধরে জুরিরা ব্যপক সাক্ষ্য প্রমান নিয়ে ও যাচাই বাছাই করে আগামীকাল তাদের সিদ্ধান্ত জানাবে।