স্পোর্টস ডেস্ক : আসন্ন ব্রাজিল অলিম্পিকে খেলবে দেশহীন শরণার্থীরাও । আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ গতকাল এ ঘোষনা দিয়েছেন । বিশ্বব্যাপী শরণার্থী সংকটের তীব্রতা দেখে আপ্লুত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
উল্লেখ্য অলিম্পিকের ইতিহাসে এই প্রথমবারের মত অংশ নিতে যাচ্ছে দেশহীন শরণার্থীদের একটি দল।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বলছে, বিশ্বের লাখ লাখ শরণার্থীর জন্য এই দলটি হবে আশা জাগানিয়া এক দল।
প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা শরণার্থীদের ভেতর থেকে বাছাই করা হয়েছে ৪৩ জন সম্ভাব্য প্রতিযোগী। চূড়ান্ত প্রতিযোগিতায় তাদের মধ্যে অন্তত পাঁচ থেকে দশজন অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
চলতি বছরের অগাস্টের ৫ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানে রিওতে এই দলটি আয়োজক দেশ ব্রাজিলেরও আগে অলিম্পিকের পতাকা নিয়ে র্যালিতে হাঁটবেন। দেশহীন ও জাতীয় সঙ্গীতহীন এইসব এ্যাথলেটরা গাইবেন অলিম্পিক সঙ্গীত। আর পুরো সময়টা ধরে এই শরণার্থী দলের প্রশিক্ষণ, ও অন্যান্য সব খরচ বহন করবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ সংবাদমাধ্যমকে বলেছেন, বিশ্বব্যাপী শরণার্থী সংকটের তীব্রতা দেখে আপ্লুত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে আইওসি।