স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক বলা হয় সৌরভ গাঙ্গুলি কে। তার হাত ধরেই ভারতের আধুনিক ক্রিকেট দলের রুপায়ন। সেই সৌরভ গাঙ্গুলি এখন বাংলাদেশের রুপায়ন সিটির শুভেচ্ছাদূত হিসেবে বর্তমানে আছেন বাংলাদেশে। তিনি বাংলাদেশে আর এখানেই চলছে এশিয়া কাপ ২০১৬, ক্রিকেটের মানুষ তাই ক্রিকেটের কথা উঠেই যায়। ক্রিকেট নিয়েই কথা বলেছেন বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় দৈনিকে।
শুধু বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলই না, সব পর্যায়ের ক্রিকেট নিয়ে কথা বলেছেন তিনি। সৌরভ বলেন, ‘কেবল সিনিয়র ক্রিকেটে নয়, বয়সভিত্তিক ক্রিকেটেও বাংলাদেশ অনেকটা পথ এগিয়ে গেছে। এবারের যুব বিশ্বকাপ ক্রিকেটই তার প্রমাণ। যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অল্পের জন্য হেরে ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের, সেই ওয়েস্ট ইন্ডিজই তো শেষ পর্যন্ত যুব বিশ্বকাপ জিতে নিল। যেহেতু বয়সভিত্তিক ক্রিকেটে উন্নতি হচ্ছে, তাই বাংলাদেশের ক্রিকেট উন্নত হতে বাধ্য।’
তার মতে খেলা দিয়েও একটা দেশের পরিচয় হতে পারে। একটি দেশকে ব্রান্ড বানাতে পারে যেকোন খেলা। বাংলাদেশের সাথেও তার এই চিন্তাধারা কাজ করে। তিনি বলেন, ‘ব্র্যান্ডিং তো করছেই। বাংলাদেশের কথাই ধরুন। ক্রিকেট দিয়েই তো সারা দুনিয়া চেনে বাংলাদেশকে। শুধু ক্রিকেট কেন, যেকোনো খেলাধুলাই তো এই কাজটা করে। ব্রাজিলকে মানুষ তো চেনে ফুটবল দিয়েই। ব্রাজিলে খুব ভালো কফি হয় ঠিকই, কিন্তু বিশ্বে তাদের পরিচিতিটা তো ফুটবলের জন্যই। আর্জেন্টিনা নামটা বললেও তো প্রথমেই আসে ফুটবলের কথা।’