নিউজ ডেস্ক : এশিয়া কাপের ফাইনালের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। কিন্তু আজ অনুশীলনে চোট পেয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের চোটে হতাশ বাংলাদেশ শিবির।
শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আজ কঠোর অনুশীলনে ব্যস্ত দুই দলই। আর ব্যাটিং অনুশীলনের সময় কুচকিতে টান পড়ায় মাঠ ছাড়েন সাকিব। চোটের পরিমাণটা এখন পর্যন্ত স্পষ্ট করে যানা যায়নি। তবে ফাইনালের আগে সাকিবের এমন চোট টাইগার শিবিরে দিয়েছে বড় রকমের ধাক্কাই।
সাকিব যদি ফাইনাল না খেলতে পারেন, তা হবে বাংলাদেশীদের জন্য বড় দুঃসংবাদই। তবে বিসিবি সূত্রে জানা গেছে, সাকিবের এই চোট খুব গুরুতর নয়। ফাইনাল খেলতে পারবেন তিনি। যদিও এশিয়া কাপে ব্যাট হাতে খুব একটা জ্বলে উঠতে পারেননি সাকিব। চার ম্যাচে তার মোট রান ৫৬। এর মধ্যে সর্বোচ্চ এক ম্যাচে করেছিলেন ৩২ রান। গড় ১৪। তবে বল হাতে খুব একটা খারাপ করেননি। চার ম্যাচে ৮২ রানে নিয়েছেন পাচ উইকেট।