News71.com
 Sports
 05 Mar 16, 10:07 AM
 1174           
 0
 05 Mar 16, 10:07 AM

সাকিব সম্পূর্ণ সুস্থ , খেলছেন আগামিকাল এশিয়া কাপের ফাইনাল ।। জানালেন ফিজিও

সাকিব সম্পূর্ণ সুস্থ , খেলছেন আগামিকাল এশিয়া কাপের ফাইনাল ।। জানালেন ফিজিও

স্পোর্টস ডেস্ক : সাকিবের খেলা নিয়ে সংশয় কেটে গেল। শুক্রবার অনুশীলনে উরুতে চোট পাওয়ার পর তাঁকে বিশ্রাম নিতে বললেও তিনি নেননি। ফাইনালে নিজের সেরাটা দেওয়ার আশায় চোট নিয়েই আজ শনিবার অনুশীলনে নেমে পড়েন তিনি । তার পরই সেই চোটের জায়গায় ব্যথা অনুভব করেন তিনি। তবে এই চোট যে তেমন গুরুতর নয় সেটা জানিয়ে দিয়েছেন দলের ফিজিও। আজ বিকেলে সাকিবকে পরীক্ষা করার পরই তিনি একথা জানিয়েছেন। তাঁর বিশ্বাস ফাইনালে স্বাভাবিক ভাবেই খেলতে পারবেন সাকিব।

অবশ্য আজ শনিবার বিকেলে সাকিবকে অনুশীলন ছেড়ে চলে যেতে দেখে সংশয় দানা বাঁধে। প্রচার হয়ে যায় তিনি হয়তো এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না। তবে সব সংশয় কাটিয়ে ফিজিও বলে দিলেন সম্পুর্ণ সুস্থ রয়েছেন সাকিব। এবং আগামি দিনের ম্যাচে খেলছেন ।

উল্লেখ্য আজ সকাল থেকেই ভারতের বিরুদ্ধে সাকিবের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। গতকাল শুক্রবার অনুশীলনের সময় চোট পেয়েছিলেন উরুতে। অনুশীলনের শেষে দেখা যায় পা টেনে টেনে হাঁটছেন তিনি। দেখ‌ে বোঝা যাচ্ছিল হাঁটতে কষ্ট হচ্ছে। এসময় বরফ লাগিয়েও অনেকক্ষণ বসে থাকতে দেখা যায় তাঁকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন