স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ শেষ হতেই দিল্লির পথে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দিল্লি থেকে তারা যাবেন ধর্মশালা। সেখানেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। মূল পর্বে খেলতে হলে এশিয়া কাপের রানার আপ বাংলাদেশকে পার হতে হবে বাছাইপর্বের বাধা।
ধর্মশালায় অনুষ্ঠিত বাছাইপর্বে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমানকে। দুটি গ্রুপে বাংলাদেশ জিম্বাবুয়ে আফগানিস্তানসহ আটটি দল বাছাইপর্ব খেলবে। দুই গ্রুপের দুই সেরা দল খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে।
৯ মার্চ থেকে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। প্রথম ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে । প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ । ১১ মার্চ দ্বিতীয় ম্যাচ আয়ারল্যান্ড এবং ১৩ মার্চ তৃতীয় ম্যাচ ওমানের বিপক্ষে খেলবে মাশরাফি বিন মর্তুজার দল।
বাংলাদেশ বাছাই পর্বে খেলবে গ্রুপ-এ থেকে। এ গ্রুপ থেকে বাছাই পর্ব পেরিয়ে উত্তীর্ণ হবে যে দল তারাই খেলবে ১৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে।