স্পোর্টস ডেস্ক : নিষিদ্ধ ড্রাগ নিয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হলেন পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারিয়া শারাপোভা।যএক সাংবাদিক সম্মেলনে এসে শারাপোভা নিজেই জানিয়ে দেন, অস্ট্রেলীয় ওপেনের ড্রাগ পরীক্ষায় তিনি পাশ করতে পারেননি। শারীরিক অসুস্থতার জন্যই গত দশ বছর তিনি মেলডোনিয়াম নামক ড্রাগ নিতেন। কিন্তু এই বছরের শুরুর থেকেই সেই ড্রাগ নিষিদ্ধ করা হয়। যেটার সম্বন্ধে জানতেন না প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন। শারাপোভা বলছেন, ‘‘আমি জানতাম না মেলডোনিয়াম এখন নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু যে ভুল আমি করেছি তার শাস্তি তো পেতেই হবে।’’
গত বছর ডিসেম্বরে ওয়াডার(অ্যান্টি ডোপিং এজেন্সি) তরফ থেকে ই-মেইল পাঠানো হয় শারাপোভাকে। কিন্তু সেই ই-মেইল দেখতে ভুলে গিয়েছিলেন তিনি । ই-মেইলে লেখা ছিল কোন কোন ড্রাগ এখন টেনিসে নিষিদ্ধ। শারাপোভা বলছেন, ‘‘আমি ই-মেলটা খুলে দেখতে ভুলে গিয়েছিলাম। খুব বড় ভুল হয়ে গেছে আমার।’’
এক সাংবাদিক সম্মেলনে প্রায় কান্নায় ভেঙে পড়েন শারাপোভা। তিনি বলেন, এ ভাবে যাতে তাঁর কেরিয়ার শেষ না হয়। আমি এ ভাবে টেনিসকে বিদায় জানাতে চাই না। আশা করছি আবার টেনিস খেলার ফেরার সুযোগ পাব আমি।