News71.com
 Sports
 27 Nov 16, 05:30 PM
 717           
 0
 27 Nov 16, 05:30 PM

বিপিএল ২০১৬ ।। বরিশালকে ৪ উইকেটে হারালো ঢাকা

বিপিএল ২০১৬ ।। বরিশালকে ৪ উইকেটে হারালো ঢাকা

 

স্পোর্টস ডেস্কঃ  বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশাল বুলসকে ৪ উইকেটে হারালো ঢাকা ডায়নামাইটস। আজ রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ৬ ‍উইকেট হারিয়ে ১৩২ রান করে বরিশাল। 

দলের হয়ে বড় স্কোর করতে পারেনি কেউই। অধিনায়ক মুশফিকুর রহিমের ৩৬ রানের সুবাদে সম্মানজনক স্কোর দাঁড় করায় বরিশাল। এছাড়া টেল এন্ডার রুমন রাইস অপরাজিত থাকেন ২৫ রানে। ঢাকার হয়ে একটি করে উইকেট পান সাকিব আল হাসান, আবু জায়েদ, ডোয়াইন ব্রাভো ও রবি বোপারা।

জবাবে ব্যাট করতে নেমে সাঙ্গাকারার ৩২ ও নাসির হোসেনের ৩৪ রানের সুবাদে খুব সহজেই লক্ষ্যে পৌঁছায় ঢাকা। বরিশালের হয়ে ২টি উইকেট নেন তাইজুল ইসলাম। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন