নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে স্বীকৃতির মুকুটে আরেকটি পালক যুক্ত হলো মুস্তাফিজুর রহমানের। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র ২০১৫-‘বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড়’ পুরস্কার জিতলেন বাংলাদেশের এ পেসার।
বৃহস্পতিবার ভারতের ধর্মশালায় বাংলাদেশ ক্রিকেট দলের ঐচ্ছিক অনুশীলন শেষে ‘ক্রিকইনফো’র প্রতিনিধিরা মুস্তাফিজকে এ কথা জানান। কিন্তু কিছু বাধ্যবাধকতার কারণে পুরস্কারের কথা এখনও প্রকাশ করা হয়নি। গত বছর আন্তর্জাতিক ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই নেন ৫ উইকেট। আর পরের ম্যাচে নেন ৬ উইকেট। এতে অভিষেকের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে পা দেয়া থেকেই চমক দিয়ে যাচ্ছেন ‘কাটার ম্যান’ খ্যাত বাংলাদেশের এ পেসরা।
২০১৫ সালে মুস্তাফিজ ৯ ওয়ানডেতে ১২.৩৪ গড়ে ২৬ উইকেট এবং ৫ টি-টোয়েন্টিতে ১৮.৬৬ গড়ে নেন ৬ উইকেট। আর ২ টেস্টে ১৪.৫০ গড়ে নেন ৪ উইকেট। গত বছর শেষের দিকে বছরের সেরা অভিষিক্ত খেলোয়াড় নির্বাচনের জন্য নিজেদের ওয়েবসাইটে পাঠকদের ভোট চায় ‘ক্রিকইনফো’। আর সেখানেই ভোটে জিতে বছরের সেরা অভিষিক্ত খেলোয়াড়ের মর্যাদা পেয়েছেন তিনি।
বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন মুস্তাফিজ। সেরা খেলোয়াড অভিষিক্ত হওয়ার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ আফ্রিকার সিমন হারমার, ইংল্যান্ডের স্যাম বিলিংস, ডেভিড উইলি ও মার্ক উড, পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও মুখতার আহমেদ, অস্ট্রেয়িলার পিটার নেভিল, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও শ্রীলঙ্কার দুশমন্থ চামিরা ।