নিউজ ডেস্ক : পৃথিবির দ্রুততম অর্ধশতকের যুবরাজ সিং এর রেকর্ডকে স্পর্শ করেছেন গেইল। গতকাল সোমবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেইডসের হয়ে গেইল পঞ্চাশ ছুঁয়েছেন মাত্র ১২ বলে। উল্লেখ্য এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের যুবরাজ সিং মাএ ১২ বলে অর্ধশতক করে ক্রিকেট ইতিহাসে এই রেকর্ড গড়েন। যুবরাজের করা রেকর্ডের প্রায় এক দশক পর ক্যারিরিয়ান ক্রিকেট তারকা গেইল তার রেকর্ডকে স্পর্শ করলেন। উল্লেখ্য ২০০৭ সালের ইংল্যান্ডের বিরুদ্ধে এই বিশ্বকাপের সেই ইনিংসে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন যুবরাজ ভারতীয় ক্রিকেটার যুবরাজ। তবে সোমবার মেলবোর্নের ডকল্যান্ডসে গেইল কিন্ত ওভারে ছয় ছক্কা মারতে পারেননি।
যুবরাজ-গেইলের রেকর্ডের পর টি-টোয়েন্টির দ্বিতীয় দ্রুততম অর্ধশতক মার্কাস ট্রেসকোথিকের। ২০১০ সালে ইংল্যান্ডের ফ্রেন্ডস প্রভিডেন্ট টি-টোয়েন্টিতে সমারসেটের ওপেনার ১৩ বলে অর্ধশতক করেছিলেন হ্যাম্পশায়ারের বিপক্ষে। উল্লেখ্য টি-টোয়েন্টিতে দ্রুততম শতকের রেকর্ডও গেইলের। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে তিনি শতক ছুঁয়েছিলেন ৩০ বলে।