News71.com
 Sports
 20 Jan 16, 12:38 PM
 1709           
 0
 20 Jan 16, 12:38 PM

২২ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল

২২ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল

আসাদুজ্জামান নিলয়: বঙ্গবন্ধু গোল্ডকাপ জিতে ঘরে ফিরতে চায় নেপাল। গতকাল শেষ সেমিফাইনালে মালদ্বীপ কে ৪-১ গোলে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করেছে হিমালয়ের পাদদেশ ঘেষা শান্তির দেশ নেপাল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের যাবতীয় আয়োজন ও দর্শকের সমর্থন তাদেরকে উজ্জিবীত করে বলে জানিয়েছেন নেপাল অধিনায়ক বিরাজ মাহারজান । গতকাল খেলা শেষে স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে news71 কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান নেপাল অধিনায়ক । নেপাল ও মালদ্বীপ এর রাষ্ট্রদূত স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করেন । news71 এর পক্ষে সাক্ষাৎকারটি গ্রহন করেন আমাদের বিশেষ সংবাদদাতা সোহাগ সরকার । উল্লেখ্য, গত ৮ই জানুয়ারী দক্ষিন-পশ্চিমের জেলা শহর যশোরে শুরু হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ। খেলার শুরু থেকে যথেষ্ট দাপটের সাথে খেলছিল বাংলাদেশ। বিভিন্ন পর্যায়ে জয়লাভ করে বাংলাদেশ উঠে যায় সেমিফাইনালে। লাল-সবুজ দলকে নিয়ে প্রত্যাশার পারদ চড়তে থাকে বাঙ্গালীদের। কিন্তু গত ১৮ই জানুয়ারী ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের অপর এক সেমিফাইনালে ফুটবল প্রেমিক বাঙ্গালীদের কাদিয়ে সাগতিক বাংলাদেশ সফররত বাহরাইনের কাছে হেরে গেছে ১-০ গোলে। আর এ হারের সাথে সাথে বাংলাদেশ ছিটকে পড়ে টুর্নামেন্ট থেকে ।

উল্লেখ্য আগামী ২২শে জানুয়ারীর ফাইনালে মুখোমুখি হচ্ছে নেপাল ও বাহরাইন। ২ দেশই জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী বলে জানা গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশানের পক্ষ থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালের জমকালো আয়োজনের জন্য জোর তৎপরতা শুরু হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন