কলকাতা সংবাদদাতা : শনিবারের মায়াবী ইডেনে ভারতের রূপকথার জয়৷ ২২ গজে বিরাট-ব্যাটে হাফ সেঞ্চুরি৷ ক্রিকেটের ক্রুসেডের পাশাপাশি দর্শক-কুল মোহিত প্রাক-ম্যাচ অনুষ্ঠানে৷ যার রূপকার স্বয়ং সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বিগ বি-র গলায় জাতীয় সঙ্গীতে সম্মোহিত গোটা স্টেডিয়াম৷
অথচ, সেই অমোঘ মুহূর্তের পরেই সোশ্যাল মিডিয়ায় জুড়ে হঠাত্ বিতর্কের ঝড়৷ অভিযোগ ওঠে, জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য না কি চার কোটি টাকা নিয়েছেন অমিতাভ বচ্চন৷ সেই ঝড় থামালেন সিএবি প্রেসিডেন্ট স্বয়ং৷ তাঁর সহজাত কভার ড্রাইভের ধাঁচেই৷ আনন্দবাজার পত্রিকাকে সৌরভ জানিয়েছেন, ‘ভাবতে পারেন একটা মানুষ এই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য নিজের পকেট থেকে ৩০ লাখ টাকা খরচা করেছেন! নিজে ফ্লাইট ভাড়া করে এসেছেন৷ নিজে টিকিট কেটেছেন৷ নিজের পয়সায় হোটেল৷ আমি প্রায় ভিক্ষা করেছি, স্যর কিছু নিন। উনি বলেছেন, না ভালবাসার ডাকে এসেছি। পয়সার কোনও ব্যাপার নেই।’
অন্যদিকে, শনিবারের প্রাক-ম্যাচ অনুষ্ঠান ঘিরে নয়া বিতর্কে পাক গায়ক শফাকত আমানত আলি৷ অভিযোগ ওঠে, পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে কথা ভুলে যান তিনি৷ শেষ পর্যন্ত ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তিনি৷ টুইটারে পাক গায়ক জানান, ‘জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কিছু প্রযুক্তিগত ত্রুটি হয়েছিল, তা আমি স্বীকার করছি৷ দর্শক-শ্রোতাদের প্রত্যাশা পূরণ করতে না পারার জন্য আমি ক্ষমা চাইছি৷ কিন্তু, আমি কোনওভাবেই জাতীয় সঙ্গীতের কথা ভুলে যাইনি, এটাও জানিয়ে দিতে চাই৷’ শেষ পর্যন্ত অবশ্য সব বিতর্ক ঢাকা পড়ে গিয়েছে টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়ে৷