নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে সফরকারী বাংলাদেশ। দলের পক্ষে সৌম্য সরকার ৮৬ ও সাকিব আল হাসান ৫৯ রান সংগ্রহ করেছেন। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। ৫ রান করা তামিমকে ফেরান টিম সাউদি। মাহমুদুল্লাহ ১৯ রানে বোল্টের শিকার হলে চাপে পরে বাংলাদেশ। এরপর ১২৭ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামাল দেয় সৌম্য-সাকিব।
সৌম্য তুলে নেন ক্যরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। ৮৬ রানে আউট হন তিনি। সাকিব ৫৯ রানে আউট হওয়ার পর সাব্বির দ্রুত ফিরলে আবারও চাপে পরে বাংলাদেশ। অভিষিক্ত শান্ত আউট হন ১৮ রান করে।
২৫৭ রানের মাথায় তাসকিন আহমেদের আউট হওয়ার মধ্যদিয়ে বাংলাদেশের আট উইকেটের পতন হয়। সৌম্য সরকারের ৮৬ আর সাকিব আল হাসানের ৫৯ রান ছাড়া আর কেউই তেমন একটা সুবিধা করতে পারেননি। শেষ বেলায় নুরুল হাসান প্রতিরোধ গড়ে তুললেও বেশিদূর এগোতে পারেননি।