News71.com
 Sports
 23 Jan 17, 12:06 AM
 628           
 0
 23 Jan 17, 12:06 AM

ক্রিকেটার আরাফাত সানির ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ ।।

ক্রিকেটার আরাফাত সানির ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ ।।

 

স্পোর্টস ডেস্কঃ তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির ৭দিনের রিমান্ড চাইবে পুলিশ। আজ সকালে গ্রেপ্তার করার পর তাকে আদালতে নেওয়া হয়েছে। সানি বর্তমানে আদালতের হাজতখানায় আছেন। উল্লেখ্য, এক তরুণীর অভিযোগের প্রেক্ষিতে আজ রবিবার সকালে সাভারের আমিন-বাজারে অবস্থিত সানির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মোহাম্মদপুর থানার এএসআই সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, "এক নারীর দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সানিকে গ্রেপ্তার করা হয়েছে । "

জানা গেছে, সেই তরুণীর সাথে আরাফাত সানির সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সময়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন আরাফাত সানি। একই সঙ্গে তাকে ইনবক্সে নানারকম আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগ রয়েছে। এই বিষয়ে গতকাল শনিবার রাতে সেই তরুণী মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন