স্পোর্টস ডেস্কঃ ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দখলে আরও একটি পুরস্কার যোগ হতে যাচ্ছে। খেলরত্ন, পদ্মশ্রীর পর এবার পদ্মভূষণ পুরস্কারটিও তিনি পেতে যাচ্ছেন, যা ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। আগামীকাল বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসে এ পুরস্কার ধোনির হাতে তুলে দেওয়া হবে। তিনি ২০০৯ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ।
৩৫ বছর বয়সী ধোনি সদ্যই ভারতের টি২০ ফরম্যাটের অধিনায়কের পদ থেকে অবসর নিয়েছেন। নেতৃত্ব থেকে অবসর নিলেও ওয়ানডে ও টি২০ ফরম্যাটে এখনও খেলা চালিয়ে যাবেন তিনি। দুইবার বিশ্বকাপজয়ী ভারত দলের নেতৃত্বে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ক্রিকেটের ৩ ফরম্যাটেই সবচেয়ে সফল একজন অধিনায়ক ছিলেন তিনি। ধোনি ভারতকে টেস্ট ফরম্যাটে ৬০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যেখানে রেকর্ড ২৭টি ম্যাচে তিনি জয় পেয়েছেন। ধোনি ছাড়াও এ পুরস্কারটি পেতে যাচ্ছেন রিও অলিম্পিকে রুপা জয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং ব্রোঞ্জ জয়ী কুস্তিগীর সাক্ষী ।