স্পোর্টস ডেস্কঃ প্রায় দেড় বছর পরে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন। কিন্তু প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই বিতর্কে জড়িয়ে পড়লেন পারভেজ রসুল। একটি ভিডিও-তে দেখা গেছে, জাতীয় সংগীত না গেয়ে তিনি চুইংগাম চিবোচ্ছিলেন। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করে ।
নিয়ম অনুসারে প্রতিটি ক্রিকেট ম্যাচের আগে দুই দেশের জাতীয় সংগীত গাওয়া হয়। গতকাল বৃহস্পতিবার কানপুরে হওয়া টি২০ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচ শুরুর আগে গোটা ভারতীয় দল জাতীয় সংগীতে অংশগ্রহণ করে। কিন্তু পারভেজ রসুল তখন চুইংগাম চিবোতে ব্যস্ত ছিলেন !
এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে এখনও টুইটারে সমালোচনার ঝড় বইছে। বিতর্কে অংশ নেয়া টুইটার ব্যবহারকারীদের মন্তব্য, জাতীয় সংগীত অবমাননা করার জন্য রসুল এমন কাজ করেছেন। তবে এমন কাজ করা উচিত হয়নি বলেও দাবি করেছেন তারা। কেউ কেউ বলছেন, জাতীয় সঙ্গীত চলাকালীন রসুল চুপ করে থাকলেও এত কথা উঠত না। কিন্তু বিরাট কোহলি, যুবরাজ সিংরা যখন জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাচ্ছেন তখন স্রেফ অবজ্ঞাভরে চুইংগাম চিবিয়ে কী কোনো বার্তা দিতে চাইলেন এই কাশ্মীরি অফস্পিনার ?
অপর একদল টুইটার ব্যবহারকারীর দাবি, জাতীয় সঙ্গীত চলাকালীন ইচ্ছা না হলে কেউ না-ই গাইতে পারেন। কিন্তু এভাবে জাতীয় সঙ্গীতের অবমাননা করা একেবারেই উচিত নয়। রসুলের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানা গেছে ।