News71.com
 Sports
 28 Jan 17, 12:53 PM
 693           
 0
 28 Jan 17, 12:53 PM

চলতি বছর আগামী ২৪ জুন আর্জেন্টিনার ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসির বিয়ে ।।

চলতি বছর আগামী ২৪ জুন আর্জেন্টিনার ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসির বিয়ে ।।

 

স্পোর্টস ডেস্কঃ শৈশবের বান্ধবী আন্তোনোল্লা রোকুজ্জুর সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি- এটা পুরনো খবর। নতুন খবর হলো, আর্জেন্টিনার একটি সংবাদপত্রের দাবি, আগামী ২৪শে জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন ফুটবলের জাদুকর। কারণ সেদিনই তার ৩০তম জন্মদিন ।

জানা গেছে, আর্জেন্টিনায় মেসির বাড়ি রোজারিও’র একটি চার্চে সম্পন্ন হবে মেসির বিয়ের অনুষ্ঠান। অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন ৬০০’র বেশি অতিথি। বিশ্বফুটবলে অন্যতম সেরা জুটি মেসি আর আন্তোনেল্লা। তাদের দুই সন্তান থিয়াগো এবং মাতিও। এদিকে গত বৃহস্পতিবার কোপা দেল রে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে মেসির ক্লাব বার্সেলোনা। দ্বিতীয় পর্বের ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে মেসির দল (মোট গোলের গড় ৬-২)। দলের হয়ে জোড়া গোল ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার ডেনিস সুয়ারেজের। বাকি ৩টি গোল লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং আর্দা তুরানের ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন