স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন শফিউল ইসলাম ও লিটন দাস। তাদের জায়গা দিতে স্কোয়াড থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও রুবেল হোসেন। এছাড়া কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকেও স্কোয়াডে রাখা হয়নি। আজ বুধবার এ তথ্য জানা গেছে ।
বাংলাদেশ স্কোয়াড থাকছেন যারা যারাঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশিস রায় ও কামরুল ইসলাম রাব্বি ।