News71.com
 Sports
 02 Feb 17, 08:17 PM
 670           
 0
 02 Feb 17, 08:17 PM

কলকাতা থেকে টেস্ট ভেন্যু হায়দ্রাবাদের পথে বাংলাদেশ ক্রিকেট দল ।।

কলকাতা থেকে টেস্ট ভেন্যু হায়দ্রাবাদের পথে বাংলাদেশ ক্রিকেট দল ।।

 

স্পোর্টস ডেস্কঃ ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলার রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে বাংলাদেশ। এই লক্ষ্যে ভারতের মাটিতে পা রাখার পরপরই আজ বৃহস্পতিবার দুপুরে কলকাতা থেকে টেস্ট ভেন্যু হায়দ্রাবাদের পথে পা বাড়িয়েছে মুশফিকের রহীমের নেতৃত্বাধীন টাইগার দল । হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগামী ৯ই ফেব্রুয়ারি সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। মূল লড়াইয়ের আগে আগামী ৫-৬ তারিখে হায়দ্রাবাদে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় ১২টা ১৫ মিনিটে কলকাতার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। কলকাতায় পৌঁছে সেখান থেকেই হায়দ্রাবাদের বিমানে চেপে বসেন মুশফিকরা ।

২০০০ সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারতের বিপক্ষেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলে। কিন্তু দেড় যুগেরও বেশি সময়ে একমাত্র প্রতিবেশী দেশটিতেই কোনো টেস্ট খেলা হয়নি টাইগারদের। এবার সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিদের। বিভিন্ন মেয়াদে ৫বার টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশে এসেছিল ভারতীয় ক্রিকেট দল ।

দুই দলের মধ্যকার লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য টিম ইন্ডিয়ার। ৮ ম্যাচের ছয়টিতেই জিতেছে ভারত। অপর দুটি টেস্ট ড্র হয়েছে। ভারত সিরিজে মোস্তাফিজুর রহমানের খেলা নিয়ে এতদিন আশাবাদী ছিল বাংলাদেশ। তবে পুরোপুরি ফিট না হওয়ায় এই কাটার মাস্টারকে বাদ দিয়েই ভারতে যায় মুশফিকবাহিনী ।

বাংলাদেশ দল : মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, লিটন দাস ও শুভাশিস রায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন