News71.com
 Sports
 03 Feb 17, 08:52 PM
 672           
 0
 03 Feb 17, 08:52 PM

ব্যস্ততার কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন ।।

ব্যস্ততার কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন ।।

 

স্পোর্টস ডেস্কঃ আগামী এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। ফলে আইপিএলের নিলামের তালিকায় নাম থাকছে না তার। ব্যস্ততার কারণে আইপিএল না খেলার সিদ্বান্ত নিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে পিটারসেন বলেন, ‘আসন্ন আইপিএলের নিলামে আমি থাকছি না। আসন্ন শীতকালে ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে আমার। এজন্য এপ্রিল-মে মাসে বাইরে সময় নষ্ট করতে চাই না ।’

গত মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে মাত্র ৪ ম্যাচ খেলেছিলেন পিটারসেন। ইনজুরির কারণে পুরো মৌসুমে খেলতে পারেননি তিনি। এর আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, ডেকান চার্জাস, দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন পিটারসেন ।

চলমান মৌসুমে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ব্যস্ত ছিলেন পিটারসেন। আফ্রিকায় ডলফিন্সের হয়ে ৫ ইনিংসে ১৯৮ রান ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টার্সের হয়ে ৮ ইনিংসে ২৬৮ রান করেন তিনি। এ মাস থেকে শুরু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পিটারসেনের খেলার কথা রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন