News71.com
 Sports
 04 Feb 17, 10:52 AM
 673           
 0
 04 Feb 17, 10:52 AM

এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের নতুন ভূমিকায় ব্রাজিলীয়ান ফুটবল তারকা রোনালদিনহো ।।

এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের নতুন ভূমিকায় ব্রাজিলীয়ান ফুটবল তারকা রোনালদিনহো ।।

স্পোর্টস ডেস্কঃ এবার নতুন ভূমিকায় ব্রাজিলীয়ান ফুটবল তারকা রোনালদিনহো। একসময় তিনিই ছিলেন বার্সেলোনার সবথেকে বিখ্যাত তারকা। আবারও তিনিই হয়ে উঠতে পারেন বার্সেলোনার কাণ্ডারি। তবে ফুটবলার হিসেবে নয়, ভূমিকা বদলে যাচ্ছে এই ব্রাজিলীয় তারকার। এবার থেকে তিনি হবেন বার্সেলোনা ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। মেসি, নেইমারদের পাশাপাশি তাকেও তুলে ধরা হবে ।

বার্সেলোনার জার্সি গায়ে রোনালদিনহো খেলেছেন ৫ বছর। কিন্তু গত ৮ বছর এই জার্সি থেকে দূরে আছেন। জীবনের সেরা সময়টা এই ক্লাবেই কাটিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগও জিতিয়েছেন ক্লাবকে। মোটামুটি পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে এই ফুটবলারের। ক্লাব সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতেও শোনা যায়নি । ক্লাবকর্তারা মনে করছেন, সারা পৃথিবীতেই রোনালদিনহোর একটা আলাদা আবেদন রয়েছে। অনেকেই তাকে পছন্দ করেন। রোনালদিনহোকে ক্লাবের সঙ্গে যুক্ত করলে ক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সূত্রের খবর, আগামী ১০ বছরের জন্য তার সঙ্গে চুক্তি হচ্ছে বার্সেলোনার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন