স্পোর্টস ডেস্কঃ মৌমাছির ঝাঁকের আক্রমণে জোহানেসবার্গে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে ম্যাচে ছেদ পড়েছিল। আজ শনিবার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে দুইবার মাঠে হানা দেয় এই মৌমাছি। জোহানেসবার্গে দুইবার মৌমাছি আক্রমণ করে, দ্বিতীয়বার আক্রমণের পরে ম্যাচ থামাতে বাধ্য হয় ম্যাচ অফিশিয়ালরা। শ্রীলঙ্কা তখন ব্যাট করছিল,২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান ছিল তাদের সংগ্রহ ।
মাঠ থেকে মৌমাছি তাড়াতে অগ্নিনির্বাপক ব্যবহার করেন গ্রাউন্ডসম্যানরা। পরে একজন মৌমাছি বিশেষজ্ঞ এসে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের এই অনাহুত অতিথিদের মাঠছাড়া করেন। পুরো এক ঘণ্টা ৫ মিনিট পরে খেলা পরবর্তীতে শুরু হয়। মৌমাছির আক্রমণের পরে খেলা শুরু হওয়ার পরে মাত্র ১৬৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা ।