স্পোর্টস ডেস্কঃ হায়দ্রাবাদে প্রস্তুতিমূলক ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। কিন্তু ভারত 'এ' দলের বিরুদ্ধে শুরুতেই ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবাল ফিরেছে সাজঘরে। দলীয় ২২ রানে ভারত 'এ' দলের চামা মিলিন্দের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন ইমরুল। অন্যদিকে দলীয় ৪৪ রানে আনিকেত চৌধুরির বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম ।
হায়দ্রাবাদের জিমখানা স্টেডিয়ামে হওয়া প্রস্তুতি ম্যাচে আউট হওয়ার আগে ইমরুল কায়েস করেন ৪ রান। অন্যদিকে দায়িত্বশীল একটি ইনিংস খেলার আশা জাগিয়েও ব্যক্তিগত ১৩ রানে বোল্ড আউট হন তামিম ইকবাল। ক্রিজে ব্যাট করছেন সৌম্য সরকার ও মোমিনুল হক ।