স্পোর্টস ডেস্ক: দক্ষিণ কোরীয় ইলেক্ট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছেন কিংবদন্তি ফুটবলার পেলে। ব্রাজিলের এই ফুটবলের এই জীবন্ত কিংবদন্তির অভিযোগ মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে অনুমতি ছাড়াই তার মতো দেখতে একজনের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দিয়েছে স্যামসাং।
এ নিয়ে শিকাগোর ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে,পেলের খ্যাতি ব্যবহার করে তৈরি করা হয়েছে বিজ্ঞাপনটি।
পেলের নাম ব্যবহার করা হলেও সেখানে তার মতো দেখতেই একজনের ছবি ব্যবহার করা হয়েছে। আর সঙ্গে ছোট একটি ছবিতে কিক মারা অবস্থায় একজন ফুটবলারের ছবি ব্যবহার করা হয়েছে। যেই কিকটি মূলত পেলের কারণেই বিখ্যাত। এজন্যই চটেছেন পেলে।
তার আইনজীবী ফ্রেডরিক স্পারলিং বলেন, মামলার মূল লক্ষ্যই হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা। কারণ এখানে অনুমতি ছাড়াই পেলের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে তারা সতর্ক থাকবে ।