স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬ শেষ হওয়ার আগেই পরবর্তী ভেন্যুর নাম জানিয়ে দিয়েছে আইসিসি। চার বছর বাদে ২০২০ সালে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ায় । এর আগেও অজিদের মাটিতে বিশ্বকাপের আসর বসেছে। তবে সেটা ছিল ওয়ানডের আসর। এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপ আয়োজন করেনি অস্ট্রেলিয়া ক্রিকেট । ২০২০ সালেই প্রথমবার টি-২০ বিশ্বকাপ হবে সেখানে ।
এদিকে, আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি চার বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। আগের নিয়মে ২ বছর পর পর বিশ্বকাপের আয়োজন করা হতো। যদিও ২০০৯ সালে দ্বিতীয় বিশ্বকাপ টি-টোয়েন্টির পর ২০১০ সালেও বিশ্বকাপের আয়োজন করা হয় ।
পরবর্তী বিশ্বকাপে ১৬টি দেশ অংশ নেবে বলে ঠিক হয়েছে। গ্রুপ পর্বের পরেই কোয়ার্টার ফাইনাল হবে। অনেকটা ৫০ ওভারের বিশ্বকাপের মতো। দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, আফগানিস্তান, হংকং ও আয়ারল্যান্ড ।