স্পোর্টস ডেস্ক: ফিক্সিংয়ের কারণে খেলার বাহিরে থাকা বাংলাদেশের একসময়ের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আবারো মাঠে নামবেন বলে জানিয়েছেন তিনি নিজেই । তিনি বলেন, আমি ফিরবোই, দেশের জন্য খেলবো । আমার দুয়েকটি যে ভালো ভালো ইনিংস আছে, ওরকম আরো খেলে ভক্তদের আনন্দ দেবো ।
তিনি আরও বলেন, যতদিন ফিট থাকতে পারবো, ততদিন খেলতে চাই। দেখুন, মিসবাহ-উল-হক ৪১ বছর বয়সেও দারুণ অধিনায়কত্ব করে যাচ্ছেন । আমি যেহেতু ব্যাটসম্যান, অন্তত ৪০ বছর পর্যন্ত খেলতে চাই ।