News71.com
 Sports
 03 Apr 16, 11:27 AM
 1173           
 0
 03 Apr 16, 11:27 AM

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে চার বলে চার ছক্কা, T20 বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের ঘরে ।।

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে চার বলে চার ছক্কা, T20 বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের ঘরে ।।

স্পোর্টস ডেস্কঃ কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৫ রান করে ইংল্যান্ড। জবাবে দুই বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ ।

নতুন বলে স্যামুয়ের বদ্রি নাড়িয়ে দিয়েছিলেন ইংলিশ ব্যাটিং। তবে জো রুটের ব্যাটে লড়াইয়ে ফিরে ইংল্যান্ড। ব্র্যাথওয়েট-ব্রাভোদের উইকেট শিকার আবার থমকে দেয় ইনিংস। তবে শেষ দিকে লোয়ার অর্ডারদের ব্যাটে ইংল্যান্ড পেল লড়ার মত রান। কিন্তু শেষ রক্ষা হয়নি।

টুর্নামেন্টে আগের সব ম্যচের মতো এদিনও নতুন বল হাতে বদ্রি শুরুতেই ইংল্যান্ডকে দেন বড় ধাক্কা। ইংলিশদের সেমি-ফাইনালের নায়ক জেসন রয় ফাইনালে দেখছেন মুদ্রার উল্টো পিঠ। ম্যাচের প্রথম বলেই বেঁচে গিয়েছিলেন জোড়ালো এলবিডব্লিউ আবেদন থেকে। তবে পরের বলেই বদ্রির দারুণ এক স্লাইডারে ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড ।

ইনিংসটা কিছুটা থিতু করে পাল্টা আক্রমণ চালান রুট আর জস বাটলার। টার্গেট করেন তারা সুলিমান বেনকে। দীর্ঘদেহী বাঁহাতি স্পিনারকে টানা দু বলে গ্যালারিতে আছড়ে ফেলেন বাটলার। বিপজ্জনক হয়ে ওঠা ৫১ রানের এই জুটি ভাঙেন কার্লোস ব্র্যাথওয়েট। চতুর্থ ছক্কার চেষ্টায় আউট হন বাটলার (২২ বলে ৩৬)।

১৫৬ রানের লক্ষ্যে শেষমেশ ৬ বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ১৯ রান। অনিশ্চয়তার মধ্যে টানা চার ছক্কায় অসম্ভবকে সম্ভব করে ফেললেন ৮ম উইকেট সঙ্গী ব্রাথওয়েইট । শেষ পর্যন্ত ১১ বলে ৪০ রান করেন তিনি। স্যামুয়েলস অপরাজিত থাকেন তিনি ৮৫ রানে। প্রথম বলেই ছক্কা হাঁকালেন ব্রাথওয়েট। ২ বল হাতে রেখেই দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন